×

শিক্ষা

ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ১০:৫৪ পিএম

ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে ৮ জানুয়ারি থেকে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ জানুয়ারি থেকে সারা দেশে একযোগে এই পর্যায়ের পরীক্ষা শুরু হবে। বেলা একটা থেকে পরীক্ষা শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এই পরীক্ষা চলবে ১২ মার্চ পর্যন্ত। শুধু শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া এই পরীক্ষা চলমান থাকবে। এছাড়া, সারাদেশে মোট এক হাজার ৩৫টি কলেজের ৭০২টি কেন্দ্রে প্রায় তিন লাখ পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করবে। এরই মধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

সুষ্ঠুভাবে পরীক্ষার আয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯৯৬৬৯১৫১৭ ও ০২-৯৯৬৬৯১৫৮৩ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App