×

জাতীয়

এককভাবে কারো পক্ষেই নির্বাচন সুন্দর করা সম্ভব নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ০৪:০৯ পিএম

এককভাবে কারো পক্ষেই নির্বাচন সুন্দর করা সম্ভব নয়

বৃহস্পতিবার খুলনায় কর্মশালায় বক্তব্য দিচ্ছেন আহসান হাবিব খান। ছবি: সংগৃহীত

নির্বাচন সুন্দর করতে হলে প্রশাসন, পুলিশ, জনগণ ও রাজনৈতিক দলসহ সবার ঐক্য জরুরি। এককভাবে কারো পক্ষেই নির্বাচন সুন্দর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে খুলনা নগরীর আভা সেন্টারে ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন তিনি।

ইসি হাবিব বলেন, মেশিন কখনো বেইমানি করে না। তাই ইভিএমের ওপর জনগণের আস্থা অর্জন করতে হবে। ভোটারদের আস্থা অর্জনে আমরা অনেক এগিয়ে গেছি।

তিনি আরও বলেন, এই কাজের জন্য আমরা তৃনমূল পর্যায়ে ভোটার এডুকেশন দেবো। এর জন্যও সবার সহযোগিতা প্রয়োজন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন- নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবীর, জেলা প্রশাসনের উপ পরিচালক মো. ইউসুফ আলী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App