কুমিল্লা মেঘনা থানায় দায়ের করা হত্যার চেষ্টা মামলার ১নং আসামি আল আমিনের জামিন নামঞ্জুর করেছে কুমিল্লা ৩নং আমলী আদালত। গেলো মঙ্গলবার বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ এ রায় দেন। আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ নভেম্বর পূর্ব শত্রুতার জেরে বাদী পনির সরকারের লোকজনের উপর দেশীয় অস্ত্রসহ হত্যার উদ্দেশ্য হামলা চালায় আসামিরা। বাদীসহ কয়েকজনকে হত্যার চেষ্টায় এলোপাতাড়ি কুপিয়ে জখমের একটি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, ১নং আসামি আল আমিন ঢালীসহ ২৩ জন, আরো অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মেঘনা থানায় একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করেন বাদী পনির সরকার। জানা গেছে, আসামি আল আমিন ঢালী বাংলাদেশ ফায়ার সার্ভিসের একজন সদস্য।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।