×

সারাদেশ

বোয়ালমারীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৩:৩২ পিএম

বোয়ালমারীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইনের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন।

সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মাদ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, শাহজাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ রেখা পারভিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন।

কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী, বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ।

কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App