×

অর্থনীতি

ডলারের দাম বাড়লো ১ টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ১১:০৭ পিএম

ডিসেম্বরের পর নতুন বছরের জানুয়ারিতেই আবার ডলারের দাম বেড়েছে। বুধবার (৪ জানুয়ারি) রাতে ডলারের দাম আরও এক টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বাংলাদেশ ব্যাংক থেকে যারা ডলার কিনবেন ডলার প্রতি তাদের গুনতে হবে ১০০ টাকা। এর আগে গত ৫ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক তাদের বিক্রি করা ডলারের দাম বাড়িয়ে ৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিলো।

ডলারের দাম বাড়ানোর যুক্তি হিসেবে বাজারের দামের সঙ্গে সঙ্গতি বজায় রাখার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক যে ডলার বিক্রি করবে, তার প্রতি ডলারের দাম হবে ১০০ টাকা। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, বাজারের দামের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার জন্য ডলারের দাম বাড়ানো হচ্ছে। এটা নিয়মিত উদ্যোগেরই অংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App