×

খেলা

চিরনিদ্রায় শায়িত ফুটবলের রাজা পেলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৫:০৩ পিএম

চিরনিদ্রায় শায়িত ফুটবলের রাজা পেলে
চিরনিদ্রায় শায়িত ফুটবলের রাজা পেলে
চিরনিদ্রায় শায়িত ফুটবলের রাজা পেলে
চিরনিদ্রায় শায়িত ফুটবলের রাজা পেলে
চিরনিদ্রায় শায়িত ফুটবলের রাজা পেলে

ছবি: সংগৃহীত

চিরনিদ্রায় শায়িত ফুটবলের রাজা পেলে

ছবি: সংগৃহীত

ব্রাজিলে শ্রদ্ধা-ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন ফুটবলের রাজা পেলে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শুরু হয় শেষযাত্রা। পরে ১৪ তলার বিশাল সমাধিস্থল নেক্রপল একুমেনিকায় পেলের মরদেহ নিয়ে যাওয়া হয়।

ফুটবলের রাজা কিংবদন্তি তারকা ফুটবলার পেলে গত ২৯ ডিসেম্বর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে পেলে নিজেই বলে গিয়েছিলেন, তার শবদেহ যেন সান্তোসের মাঠে নিয়ে যাওয়া হয়। সে কারণে পেলেকে শেষশ্রদ্ধা জানাতে তার কফিন সোমবার নেওয়া হয় সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে।

পেলের কথা রেখে সেখানে ২৪ ঘণ্টার জন্য রাখা হয়েছিল তার শবদেহ। ব্রাজিলীয় ভাষায় লেখা শ্রদ্ধার্ঘ্যের অনুবাদ করলে দাঁড়ায়- দীর্ঘজীবী হোন রাজা। ভিলা বেলমেরো স্টেডিয়ামে পেলের কফিনবন্দি নিথর দেহ রেখে সোমবার সকালে শুরু হয় ২৪ ঘণ্টাব্যাপী শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা।

স্থানীয় সময় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত লাখো মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অশ্রুভেজা চোখে শেষশ্রদ্ধা জানান ফুটবল সম্রাটকে। ব্রাজিলের মানুষ ফুটবলের রাজাকে শ্রদ্ধা জানাতে ছুটে গিয়েছিল ভিলা বেলমেরো স্টেডিয়ামে। বিশ্বের নানা প্রান্ত থেকে খেলার জগতের তারকা আর সংগঠকরাও পেলের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ছুটে যান সেখানে। পেলেকে যেন মানুষ শেষবারের মতো একবার দেখতে পায়, এ কারণে খুলে রাখা হয়েছিল কফিনের ঢাকনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App