বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেয়া হাইকোর্টের ৬ মাসের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
বুধবার (৪ জানুয়ারি) সকালে এ আবেদন করা হয় বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির।
তিনি জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আমরা আবেদন করেছি। আজ সকালে আপিল বিভাগের চেম্বার বিচারকের কাছে আবেদনটি জমা দেয়া হয়েছে।
গত বছরের ৭ ডিসেম্বর ঢাকার নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় মাস্টারমাইন্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস বলেও দাবি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।