ছাত্রলীগের হীরকজয়ন্তী উদযাপন

আগের সংবাদ

প্রাথমিক স্কুলে এক শিফট চালুর নির্দেশ

পরের সংবাদ

ডিজি মোহাম্মদ ইউসুফ

ওষুধের দাম বাড়াতে চাপ আছে

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩ , ১০:৪৫ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৪, ২০২৩ , ১০:৪৫ অপরাহ্ণ

ওষুধের দাম বাড়ানোর জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো নিয়মিত চাপ দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।

বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস সেলের (বিএনএইচএ) ষষ্ঠ রাউন্ড ফল অবহিতকরণ সভায় এ কথা বলেন তিনি। ষষ্ঠ রাউন্ডের ফলাফল প্রকাশ করেন বিএনএইচএ’র ফোকাল পারসন ডা. সুব্রত পাল।

ডিজি বলেন, ওষুধের দাম বাড়াতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে তারা চাপে রয়েছেন। মূলত করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ডলার সংকট দেখা দিয়েছে। ফলে কাঁচামাল আমদানিতে সমস্যা হচ্ছে। তাই ওষুধের দাম বাড়ানো নিয়ে চাপ রয়েছে। এ জন্য চিকিৎসকদের এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, দেশের ৯৮ শতাংশ ওষুধ আমরা তৈরি করি। দুই শতাংশ ওষুধ আমদানি করা হয়। তাই সমস্যা হওয়ার কথা নয়। চাপ সামলাতে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে কথা হচ্ছে। একই সঙ্গে সংকট মোকাবিলায় বিভিন্ন কোম্পানি থেকে চিকিৎসকদের নেওয়া বিভিন্ন উপহার কমিয়ে দিতে হবে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়