বিকেলের নিউজ ফ্ল্যাশ

আগের সংবাদ

আন্তর্জাতিক কর্পোরেট ফুটবলের ডিজি বিজিএমইএ’র পরিচালক ইমরান

পরের সংবাদ

এবার বইয়ের কাগজের মান খুবই ভালো

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩ , ৪:২৮ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৪, ২০২৩ , ৪:২৮ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, এবার শিক্ষার্থীরা যে বইগুলো পেয়েছে তার কাগজের মান খুবই ভালো শুধু ব্রাইটনেস কম। তাছাড়া ব্রাইটনেস বেশি হলে সেগুলো শিক্ষার্থীদের চোখেও সমস্যা হয়।

বুধবার (৪ জানুয়ারি) সকালে চাঁদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের জেলেদের মধ্যে বাছুর বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। চাঁদপুর সদর ইউএনও সানজিদা শাহনাজ, উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনাসহ নানা কারণে বিদেশ থেকে কাগজ আনার সুযোগ না থাকায় আমাদের যেই দ্বিতীয় পাল্প ছিল সেগুলো দিয়েই এবার কাগজ তৈরি করে বই বের করতে হয়েছে। এখন যেহেতু একটা বই এক বছরই পড়া হয়, তাই এই বই পড়তে গিয়ে শিক্ষার্থীদের অসুবিধা হওয়ার সুযোগ নেই। আমরা ১ তারিখে বই বিতরণের বিষয়টিকে গুরুত্ব দিয়েছি। যারা কিছু বই পায়নি তারা আগামী ২ সপ্তাহের মধ্যেই সব বই হাতে পেয়ে যাবে।

তিনি আরও বলেন, মেট্রোরেলের ভাড়া কম হওয়ায় শিক্ষার্থীদের থেকে এখনই ভাড়া কম নেওয়ার পরিকল্পনা হয়নি।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়