×

জাতীয়

রাজধানীতে শ্রীলঙ্কার নাগরিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০৮:৩৯ পিএম

রাজধানীতে শ্রীলঙ্কার নাগরিকের মৃত্যু

বনানী থানা। ফাইল ছবি

বনানীর একটি বাসায় শ্রীলঙ্কার এক নাগরিকের মৃত্যু হয়েছে। তার নাম চামিরা ওয়ানিগাসিং (চ্যামিরা ওয়ানিগাসিংঘে)। মৃত্যুর সময় ওই ব্যক্তির বয়স হয়েছিল ৪৮ বছর।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা তিনটার দিকে ইউনাইটেড হাসপাতাল থেকে মরদরহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনসুর হোসেন মানিক জানান, শ্রীলঙ্কা নাগরিক তিনি। বাংলাদেশ একটি বেসরকারি প্রতিষ্ঠানে (মেইনেট) ডেপুটি জেনারেল ম্যানেজারের দায়িত্বে ছিলেন। বনানী বি-ব্লকের, ৪ নম্বর রোডের ৯৩ নম্বর বাসায় থাকতেন। দুপুরে তার পরিচিতরাই বাসা থেকে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে অসুস্থ্যতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App