×

জাতীয়

জাতীয় পার্টিতে যোগ দিয়েই মনোনয়ন পেল সাবেক শিবির নেতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০৮:০৪ পিএম

বিএনপির সংসদ সদস্যের ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে চাপাইনবাবগঞ্জ-৩ আসনে সাবেক শিবির নেতা মো. মোস্তাফিজুর রহমান মুকুল জাপায় যোগ দিয়েই মনোনয়ন পেয়ে গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের শিক্ষক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ মনোনয়ন দেয়ার ঘোষণা দেয়া হয়। বিএনপির সংসদ সদস্যদের ছেড়ে দেওয়া সাতটি আসনের ছয়টিতে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া দলের নেতাকর্মীদের বিরোধিতা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে রেজাউল ইসলাম ভূঁইয়ার পরিবর্তে অ্যাডভোকেট আবদুল হামিদ ভাসানীর নাম ঘোষণা করেছে জাপা।

দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির মনোনয়ন বোর্ডের এক বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী পরির্বতন করা হয়েছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আবদুর রাজ্জাক ও চাপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. মোস্তাফিজুর রহমান মুকুলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App