×

পুরনো খবর

করোনাভাইরাসের এই সময়ের উপসর্গগুলো জেনে নিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০২:০০ এএম

দ্রুত বাঁক বদলাচ্ছে করোনাভাইরাস। মহামারির শুরুতে এই ভাইরাসের উপসর্গ এক রকম ছিলো, সময়ের সঙ্গে সঙ্গে এসেছে বিভিন্ন পরিবর্তন। সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত ব্যক্তির উপসর্গগুলো বোঝা কঠিন হয়ে পড়ছে। কারণ এখনকার উপসর্গগুলোর সঙ্গে অনেকেই পরিচিত নন।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে কোভিডের উপসর্গগুলো সাধারণ সর্দি-কাশির মতই বলে জানা যায়। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল, হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ, কিংস কলেজ লন্ডন ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের বিজ্ঞানীদের একটি গবেষণা থেকে এমনটাই জানা যায়।

গবেষণা অনুসারে করোনাভাইরাসের উপসর্গ নিম্নরূপ:

  • গলা ব্যথা,
  • সর্দি,
  • নাক বন্ধ হয়ে যাওয়া,
  • হাঁচি,
  • শুকনো কাশি,
  • মাথা ব্যথা,
  • কফসহ কাশি,
  • কর্কশ কণ্ঠ,
  • পেশীতে ব্যথা।

এদিকে, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) করোনা উপসর্গের একটি তালিকা প্রকাশ করেছে। যদিও অক্টোবরের পর সেটি আর আপডেট করা হয়নি। সিডিসি অনুসারে কোভিডের সবচেয়ে পরিচিত উপসর্গগুলো হলো-

  • জ্বর বা ঠাণ্ডা লাগা,
  • কাশি,
  • শ্বাসকষ্ট,
  • ক্লান্তি বা অবসাদগ্রস্ততা,
  • পেশী বা শরীরে ব্যথা,
  • মাথাব্যথা,
  • স্বাদ বা গন্ধ না পাওয়া,
  • গলা ব্যথা,
  • সর্দি,
  • বমি বমি ভাব,
  • ডায়রিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App