×

খেলা

আবারো বিতর্কের মুখে ফিফা প্রেসিডেন্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০৪:২৮ পিএম

আবারো বিতর্কের মুখে ফিফা প্রেসিডেন্ট

আরো একবার বিতর্কের মুখে পড়লেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। কাতার বিশ্বকাপ চলাকালে বিভিন্ন মন্তব্যে ও ফাইনালের মেসিকে ধরে ট্রফির কাছে নিয়ে সমালোচিত হয়েছিলেন। এবার ব্রাজিলীয় কিংবদন্তি পেলের শেষকৃত্যে গিয়ে বাঁধিয়েছেন আরেকটি কাণ্ড।

পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে রাখা হয়। সেখানে শ্রদ্ধা জানতে যান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। পেলেকে সবাই যেন এক নজর দেখতে পান সেই জন্য কফিনের ঢাকনা খুলে রাখা হয়েছিল। আর সেই খোলা ঢাকনার সামনে নিজের ফোন বের করে সেলফি (আত্মপ্রতিকৃতি ধারণ) তোলেন ইনফান্তিনো। তার ওই সেলফিতে থাকতে পারতেন পেলের বোনও। তবে সেলফি তোলার আগেই এক পাশে সরে গেছিলেন তিনি। খবর ইউরো স্পোর্টের।

সমবেদনা জানাতে এসে এমন সেলফি তোলায় ইনফান্তিনোকে নিয়ে চারদিকে বেশ সমালোচনা হচ্ছে। সেলফি তোলার পর পেলের স্ত্রী মার্সিয়া ও ছেলে এদিনিওকে সমবেদনা জানান ইনফান্তিনো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App