ইউক্রেনের ৪০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি

আগের সংবাদ

অ্যালকোহলের বিষক্রিয়ায় ছাত্রলীগ নেতার মৃত্যু!

পরের সংবাদ

শ্রীনগরে বৈদ্যুতিক তার চুরি, সাবেক চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩ , ৯:০৯ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৩, ২০২৩ , ৯:০৯ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরির ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জের বাস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ছেলে এম এ নাদিমকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে তাকে উপজেলার হাঁসাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এম এ নাদিম দক্ষিন কেরাণীগঞ্জের বাস্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত লিয়াকত আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ৩১ ডিসেম্বর রাতে শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ায় শ্রীনগর পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন ক্রটির স্থান চিহ্নিত করতে নামে। এ সময় তারা দেখতে পান হাঁসাড়া কুমারপাড়া এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশের ৩৩ কেভি আন্ডারগ্রাউন্ড কেবল লাইনের সংযোগস্থল থেকে ৩০ মিটার ক্যাবল চোরেরা কেটে নিয়ে যাচ্ছে।

এ সময় পল্লী বিদ্যুতের লোকজনের ধাওয়ায় সংঘবদ্ধ চোরেরা বৈদ্যুতিক তার নিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি এফজেট (ঢাকা মেট্টো ল ৬১-৭৩২৯) মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৭১ হাজার টাকা। এই ঘটনায় শ্রীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান খান বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। এর পরপরই তদন্তে নামে পুলিশ। প্রযুক্তির সহায়তায় শ্রীনগর থানা পুলিশ মঙ্গলবার বেলা ১১ টার দিকে হাঁসাড়া এলাকা থেকে এম এ নাদিমকে গ্রেপ্তার করে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই অংকুর কুমার ভট্টাচার্য জানান, আসামিকে গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়