করোনাভাইরাসের এই সময়ের উপসর্গগুলো জেনে নিন

আগের সংবাদ

রেকর্ড বাংলাদেশি কর্মী নিলো দ. কোরিয়া

পরের সংবাদ

বাবা-ভাইকে ফিরে পেতে চান প্রিন্স হ্যারি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩ , ২:১২ পূর্বাহ্ণ আপডেট: জানুয়ারি ৩, ২০২৩ , ২:১৩ পূর্বাহ্ণ

বাবা ও ভাইকে ‘ফিরে’ পেতে চান বলে সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আইটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি। তিনি বলেন, রাজপরিবারের সঙ্গে তার সম্পর্ক এমন বিরূপ হওয়ার কথা ছিলো না।

সোমবার (২ জানুয়ারি) ওই সাক্ষাৎকারের আংশিক প্রকাশিত ভিডিওতে এমনটি বলতে দেখা যায়। খবর বিবিসি, সিএনএনের।

হ্যারি বলেন, কখনোই তারা (রাজপরিবার) সম্পর্ক জোড়া লাগানোর বিষয়ে আগ্রহ দেখায়নি। প্রকৃতপক্ষে আমি আমার বাবাকে ফেরত চাই, আমি আমার ভাইকে ফেরত চাই।

ডিউক এবং ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান ২০২০ সালের মার্চে রাজপরিবারের দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে সাধারণ জীবনযাপনের সিদ্ধান্ত নেন। সেই সময় হ্যারি জানিয়েছিলেন, গণমাধ্যমে অপমান অপদস্ত হওয়া থেকে বাঁচতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আর এখন বাবা যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও ভাই প্রিন্স অব ওয়ালেস উইলিয়ামকে কাছে চাইছেন প্রিন্স হ্যারি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেয়া পৃথক এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাকিংহাম প্যালেস তাকে ও তার স্ত্রীকে প্রকাশ্যে সহযোগিতার বিষয়টি নাকচ করে দিয়েছিলো এবং রাজপরিবার একই সময় তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো।

এই দুই সাক্ষাৎকারই সম্প্রচার করা হবে আগামী সপ্তাহের রবিবার অর্থাৎ ৮ জানুয়ারি। এর দুদিন পরই হ্যারি’র আত্মজীবনীমূলক গ্রন্থ ‘স্পেয়ার’ প্রকাশের কথা আছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়