ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেননি তারকা নেইমার জুনিয়র। যদিও নেইমারের পক্ষে তার বাবা নেইমার সিনিয়র ছুটে গিয়েছিলেন সান্তোসে। কিন্তু নিজ দেশের এমন কিংবদন্তির শেষকৃত্যে যোগ না দিয়ে বিতর্কের মুখে পড়েছেন নেইমার।
এদিকে, ফরাসি গণমাধ্যম জানিছে, পেলের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য নেইমারকে ছুটিও দিয়েছে তার ক্লাব পিএসজি। কিন্তু ফুটবলের রাজাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিতদের মধ্যে তাকে দেখা যায়নি। এমনকি পিএসজিকে এ বিষয়ে অবগতও করেননি। এমনটাই জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো।
এ নিয়ে ব্রাজিলের এক টিভি শো’র উপস্থাপক জোসে লুইস দাতেনা সমালোচনা করে বলেন, ‘ছুটির জন্য নেইমার খুব ভালোভাবেই চাপ দিতে পারত পিএসজিকে। এর আগেও সে বেশ কয়েকবার পার্টি করার জন্য ছুটি নিয়েছে। তাহলে পেলেকে বিদায় জানানোর জন্য কেন ছুটি নিতে পারবে না? আমি মনে করি একজন ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে নেইমারের আসাটা বাধ্যতামূলক ছিল।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।