৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ার ফেরি চলাচল স্বাভাবিক

আগের সংবাদ

যখনই দেশ ভালোর দিকে যায় তখনই চক্রান্ত শুরু হয়

পরের সংবাদ

নিখোঁজের ২১ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩ , ১২:০৮ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৩, ২০২৩ , ১২:০৯ অপরাহ্ণ

বগুড়ার ধুনটে ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর হায়দার আলী (৬৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল নয়টার দিকে বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর শিমুলবাড়ি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হায়দার আলী উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের হাতেম আলীর ছেলে।

নিহতের ছেলে মেহেদী হাসান বলেন, বাবা প্রতিদিনের মতো শিমুলবাড়ি ঘাট এলাকায় গোসল করতে নামেন। এরপর সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর যমুনা নদীর তীরে গিয়ে দেখা যায় তার পরনের কাপড় নদীর ঘাটে পড়ে আছে। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই ঘাট এলাকায় নদীর পানিতে নেমে অনুসন্ধানের এক পর্যায়ে ভাসমান অবস্থায় বাবার মরদেহ উদ্ধার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়