×

জাতীয়

বোটানিক্যাল গার্ডেনে স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ০৬:১৫ পিএম

বোটানিক্যাল গার্ডেনে স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তি

শাহ আলী থানা

রাজধানীর মিরপুরে বোটানিক্যাল গার্ডেনে ছুরিকাঘাতে সাবেক স্ত্রী তুলি আক্তার হত্যা মামলায় স্বামী সাইদুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (২ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক আসামিকে আদালতে হাজির করেন। সাইদুল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেকে ইমামের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ৩ মাস আগে সাইদুলের সঙ্গে দ্বিতীয় স্ত্রী তুলির তালাক হয়ে যায়। রবিবার বছরের প্রথম দিন। তাই আবার সম্পর্ক উন্নয়নের জন্য মিরপুর বোটানিক্যাল গার্ডেনে আসেন তারা। আবারও ঘর-সংসার করতে পারেন কিনা- এ বিষয়ে দুজনই কথা বলেন। কথা কাটাকাটির একপর্যায়ে তুলিকে ছুরিকাঘাত করেন সাইদুল। এতে ঘটনাস্থলে মারা যান তুলি। এ ঘটনায় ভুক্তভোগী মা লাইলি বেগম বাদী হয়ে শাহ আলী থানায় হত্যা মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App