×

বিনোদন

ট্রেলার দেখে সমালোচনা সাইবার অপরাধের শামিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ১০:৩৬ পিএম

ট্রেলার দেখে সমালোচনা সাইবার অপরাধের শামিল

চলচ্চিত্র পরিচালক সমিতির সদ্য বিজয়ী মহাসচিব শাহীন সুমন। ছবি: সংগৃহীত

ট্রেলার দেখে সমালোচনা সাইবার অপরাধের শামিল

নতুন সিনেমা মুক্তির আগে শুধু ট্রেলার দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করলে তা সাইবার অপরাধের শামিল হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সদ্য বিজয়ী মহাসচিব শাহীন সুমন।

তিনি জানান, সিনেমা নিয়ে সমালোচনা করলে সাইবার অপরাধের আওতায় আনার চিন্তাভাবনা চলছে।

রাজধানীর বানানী ক্লাবে রবিবার (১ জানুয়ারি) রাতে একটি সিনেমার ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে এ কথা জানান তিনি। অনুষ্ঠানে অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী হায়াত।

সিনেমার সমালোচনা করলেই সাইবার অপরাধের আওতায় আনা হবে বলে উল্লেখ করে আরেক পরিচালক সানী সানোয়ারের বরাত দিয়ে শাহীন সুমন বলেন, ‘সানী সানোয়ার ভাই দারুণ একটা প্রস্তাব রেখেছেন, আমরা সাইবার অপরাধের আওতায় আনবো, যদি সিনেমার সমালোচনা করে, উল্টাপাল্টা করে, তাদের আইনের আওতায় আনবো।’

বনানী ক্লাবে আয়োজনটি ছিল ‘ব্ল্যাক ওয়ার’ চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের। পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App