ইউক্রেনের হামলায় ৪০০ রুশ সৈন্য নিহত

আগের সংবাদ

রাতের নিউজ ফ্ল্যাশ

পরের সংবাদ

সরিষাবাড়ীতে ২ শুটারগানসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩ , ৮:০৮ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২, ২০২৩ , ৮:০৮ অপরাহ্ণ

জামালপুরের সরিষাবাড়ীতে দুটি শুটারগান ও ১৫ গ্রাম হেরোইনসহ সাব্বির শান্ত (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৪ এর একটি দল।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আটককৃত শান্ত উপজেলার মহাদান ইউনিয়নের নলদাইর এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে বলে জানা গেছে।

র‌্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান বলেন, রবিবার (১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাদান ইউনিয়নের নলদাইর গ্রামে সাব্বিরের বাড়িতে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় রান্না ঘর থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি কিলিং চেইন, দুইটি ১২ বোর শিসা কার্তুজ, একটি মোবাইল সেট ও ১৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। পরে সাব্বিরের তথ্যের ভিত্তিতে তার সহযোগী একই গ্রামের আহসান হাবিব রনির (৩০) বাড়িতেও অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি বিদেশি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। তবে আহসানকে আটক করা যায়নি। সে পলাতক রয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, শান্ত ও রনির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে র‌্যাব। শান্তকে থানায় হস্তান্তরের পর সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়