কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১০৩৪ শ্রমিক নিহত

আগের সংবাদ

আল নাসেরে যোগ দিচ্ছেন রোনালদো

পরের সংবাদ

বিধিমালা জারি

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ক্ষতিপূরণ ৫ লাখ টাকা

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩ , ১০:০২ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২, ২০২৩ , ১০:০২ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় নিহত বা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেলে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা এবং দুর্ঘটনায় গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে ভুক্তভোগী ৩ লাখ টাকা সহায়তা দেয়া হবে। এসব বিধান রেখে সড়ক পরিবহন আইন-২০১৮ বিধিমালা জারি করা হয়েছে।

গত ২৭ ডিসেম্বর এই বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়। এই সড়ক পরিবহন আইন ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রণীত হয়েছিল। এ আইন হওয়ার ৪ বছরের বেশি সময় পর বিধিমালা প্রণীত হলো।

এই আইন আগে হলেও ক্ষতিপূরণসহ বেশ কিছু বিষয়ের কোনো কার্যকারিতা ছিল না এর বিধিমালার অভাবে। এই বিধিমালা কার্যকর হতে সময়ের অপেক্ষামাত্র।

বিধিমালা অনুযায়ী, চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে আর্থিক সহায়তা দেয়া হবে ৩ লাখ টাকা। তবে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে আর্থিক সহায়তার পরিমাণ হবে এক লাখ টাকা। ক্ষতিপূরণের দাবিগুলো ১২ সদস্যের একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়