×

সারাদেশ

শান্তিগঞ্জে স্কুলে স্কুলে বই উৎসব, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩, ০১:৩১ পিএম

শান্তিগঞ্জে স্কুলে স্কুলে বই উৎসব, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

ছবি : ভোরের কাগজ

শান্তিগঞ্জে স্কুলে স্কুলে বই উৎসব, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলাতেও বিভিন্ন বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে। নতুন বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে খুশিতে মাতোয়ারা তারা।

রবিবার(১ জানুয়ারি) সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।

বিদ্যালয়ের দাতা সদস্য মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা তানজিনা রুজির সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল বারেক, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, সহকারী শিক্ষক কুমকুম পুরকায়স্থ, মোছা. উম্মে কুলসুম, রিংটু কুমার দাস, মোছা. রাবেয়া আক্তার মিয়া, পান্না রানী মৈত্র প্রমুখ।

শুধু সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ই নয় বছরের প্রথম দিন উপলক্ষে উপজেলার প্রত্যেকটি স্কুলে স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App