×

সারাদেশ

বোয়ালমারীতে ঘন কুয়াশায় জনজীবন স্থবির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩, ১২:০৪ পিএম

বোয়ালমারীতে ঘন কুয়াশায় জনজীবন স্থবির

ছবি : ভোরের কাগজ

ফরিদপুরের বোয়ালমারীতে বেড়েছে কুয়াশা ও শীতের দাপট। গত কয়েকদিন তীব্রভাবে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমে গেছে হঠাৎ করে। আর ঘন কুয়াশায় স্থবির হয়ে গেছে চারদিক। সকালে ঘন কুয়াশার কারণে সড়ক, মহাসড়ক ও রেলপথে ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যান।

রাতের প্রথম প্রহরে হঠাৎ করে ঘন কুয়াশায় ঝাপসা হয়ে যাচ্ছে চারদিক। ফলে মহাসড়কে সব ধরনের যান চলাচল ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে দেখা দিয়েছে দুর্ঘটনার আশঙ্কা। একইভাবে ঝুঁকি নিয়ে চলছে রেলগাড়ি। সকালে দশ হাত দূরেও ঠিকমতো দেখা যায় না। তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে। ঝুঁকি নিয়ে যানবাহন চালাচ্ছেন চালকরা। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বছরের প্রথম দিন রবিবার (০১ জানুয়ারি) সকাল ৭টায় পৌরসভার ব্যস্ততম স্থান চৌরাস্তায় দেখা গেছে, ঘন কুয়াশার কারণে মহাসড়ক আচ্ছন্ন থাকায় পরিবহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।

এছাড়া ঘন কুয়াশার কারণে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া, দিনমজুর, দরিদ্র মানুষেরা। শীত উপেক্ষা করেই ভোর হতেই বেরিয়ে পড়ছেন তারা।

স্থানীয় গণমাধ্যমকর্মী কামরুল সিকদার বলেন, হঠাৎ তীব্র শীতের কারণে বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ। ঠান্ডাজনিত রোগেরও প্রাদুর্ভাব বেড়েছে। হাসপাতাল-ক্লিনিকগুলোতে ঠান্ডাজনিত অসুস্থ শিশুদের ভিড় বেড়েছে।

ঢাকাগামী এক বাস চালক বলেন, ঘন কুয়াশায় ১০-১৫ ফুট দূরের কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। তাই হেডলাইট জ্বালিয়ে ধীরে বাস চালাতে হচ্ছে।

এক ট্রাকচালক বলেন, ঘন কুয়াশার কারণে গাড়ি চালানো যাচ্ছে না। ভোর থেকেই ঘন কুয়াশা শুরু হয়েছে। এক ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লেগেছে তিন ঘণ্টা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App