×

সারাদেশ

আলফাডাঙ্গায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩, ১২:০৮ পিএম

আলফাডাঙ্গায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিনামূল্যে কয়েক’শ হতদরিদ্র মানুষকে বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার ধুলজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 'শেখ রাসেল স্মৃতি পাঠাগার' নামে একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করেন। মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ কুমার বিশ্বাস ও ডা. সাবরিনা হক রুম্পা। পরে কয়েক’শ হতদরিদ্র নারী, পুরুষ, শিশু, গর্ভবতী ও বয়স্ক ব্যক্তিদের বিশেষজ্ঞ ডাক্তারের পেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে বিভিন্ন রোগের ওষুধ প্রদান করা হয়। বিনামুল্যে বিভিন্ন রোগের ওষুধ পাওয়ায় ও বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাস্থ্যসেবা পেয়ে সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষেরা হাসি মুখে বাড়ি ফিরে যায়। স্বাস্থ্যসেবা নিতে আসা সারেজান নেছা নামে ষাটোর্ধ এক বৃদ্ধা জানান, 'টাকার অভাবে ডাক্তার দেখাতে পারেন না তিনি। এবার তিনি বিনামূল্যে ডাক্তার ও ওষুধ পেয়ে বেজায় খুশী।' এবিষয়ে শেখ রাসেল স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মোমিনুর রহমান সবুজ বলেন, 'গ্রামের অনেক হতদরিদ্র পরিবার অর্থের অভাবে সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। অনেকে আবার ঠিকমতো ওষুধ কিনতে পারে না। একারণে আমরা বিনামূল্যে কয়েক'শ মানুষকে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের সংগঠনের পক্ষ থেকে এরকম সমাজ সেবামূলক ও মানবিক কর্মকাণ্ড পালন করা হবে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App