সুপ্রিম কোর্টে হবে খন্দকার মাহবুবের জানাজা, দাফন আজিমপুরে

আগের সংবাদ

পর্দা উঠলো বাণিজ্যমেলার, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরের সংবাদ

ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়ার ‘বর্ষবরণ’

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩ , ১২:২৩ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১, ২০২৩ , ১২:২৪ অপরাহ্ণ

নতুন বছর শুরু না হতেই স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএম) ছুড়েছে উত্তর কোরিয়া।

রবিবার (১ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে। খবর দ্য কোরিয়া হেরাল্ডের।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের রিয়ংসং এলাকা থেকে রবিবার স্থানীয় সময় ভোররাত ২টা ৫০ মিনিটের দিকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪০০ কিলোমিটার দূরে পূর্ব সাগরে গিয়ে পড়ে।

এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বার্তায় গণমাধ্যমকে বলেছে, ‘উত্তর কোরিয়ার যে কোনো উসকানির যথাযথ জবাব দিতে আমাদের সেনাবাহিনী প্রস্তুত।’

প্রসঙ্গত, সদ্য বিদায়ী বছরে উত্তর কোরিয়া প্রায় ৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়