আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করা ছয় আসনের উপনির্বাচনের তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। আর দুটিতে প্রার্থী দেবে ১৪ দলের শরীক ওয়াকার্স পার্টি ও জাসদ। বাকি একটি আসন উন্মুক্ত থাকবে।
রবিবার (১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করা আসনগুলো হলো– ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, ৬, চাঁপাইনবাবগঞ্জ ২, ব্রাহ্মণবাড়িয়া-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং সংরক্ষিত নারী-৫০। এসব আসন শূন্য ঘোষণা করে আগামী ১ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)।
ওবায়দুল কাদের বলেন, বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু, চাপাইনবাবগঞ্জ-২ জিয়াউর রহমান, চাপাইনবাবগঞ্জ-৩ মো. আব্দুল ওদুদ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। ব্রাক্ষণবাড়িয়া-২ সবার জন্য উম্মুক্ত। বাকি দুই ঠাঁকুরগাও-৩ ও বগুড়া-৪ আসনে ১৪ দলের থেকে মনোনয়ন দেয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।