×

দুর্ঘটনা

সিংগাইরে ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ০১:৩৩ পিএম

সিংগাইরে ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

ছবি: ভোরের কাগজ

মরণ ফাঁদ হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাস্তা বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ড্রাম ট্রাক ড্রাইভার সামান্য আহত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু প্রায় সাড়ে ৬ ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে এ রাস্তায় চলাচলকারী যাত্রীসাধারণ। জানা যায়, শনিবার (৩১ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে সড়কটির মেদুলিয়া (ডাবল ব্রিজ) এলাকায় বিপরীত মুখি দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বালু ভর্তি ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে ওই ট্রাকের বালু রাস্তায় পড়ে যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে প্রায় ৫ কি.মি. এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ সময় চরম অসুবিধায় পড়ে গার্মেন্টসের কর্মী সাধারণ, অফিসগামী লোকজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। দুর্ঘটনাস্থলের বালু অপসারণ এবং দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে প্রায় সাড়ে ৬ ঘন্টা সময় লেগে যায়। শরিফ নামের এক প্রাইভেটকার চালক জানান, সিংগাইরের শহীদ রফিক সেতু পার হয়ে কিছুদূর যাওয়ার পর সকাল সাড়ে ৭ টা থেকে এ সড়কের জ্যামে আটকে ছিলাম। একই জায়গায় দেড় ঘন্টা থেকে পেছনে ব্যাক করে পাশের সড়ক দিয়ে গন্তব্য স্থলে যাওয়ার চেস্টা করছি। প্রত‍্যাক্ষদর্শী মো. আওলাদ হোসেন জানান, ভোর ৫ টার দিকে মেদুলিয়া (ডাবল ব্রিজ) সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । গাড়ি দুটোই দুমড়ে মুচড়ে গেছে। এতে দুই পাশেই বিশাল যানজট এর সমস্যা হচ্ছে। বিশেষ করে গার্মেন্টস কর্মীদের বেশি সমস্যা হচ্ছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল‍্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তার যানজট নিরসনে পুলিশ সকাল থেকেই কাজ করেছে। তবে ঘন কুয়াশায় কাজ কিছুটা ব্যাহত হয়েছে। সবশেষ বেলা সাড়ে ১১ টার দিক রাস্তার যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App