×

জাতীয়

বছর শেষ হলো জনপ্রশাসনের রদবদলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ০৯:৪৯ পিএম

এবার বছরের শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় বেশ কয়েকটি পদে নিয়ে এলো রদবদল। দুই সচিবকে সিনিয়র করেছে জনপ্রশাসন। সঙ্গে অতিরিক্ত সচিব পদমর্যাদার দুজন কর্মকর্তাকেও পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। এছাড়া দুই সচিবের দপ্তর বদল করা হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালামকে সিনিয়র সচিব করা হয়েছে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিউদ্দিন আহমেদকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে কর্মরত অতিরিক্ত সচিব একেএম শামীমুল হক ছিদ্দিকীকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

অপরদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকরকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App