×

আন্তর্জাতিক

জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ০৬:৫৯ পিএম

জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

কয়েক দশক ধরে ইসরায়েল ফিলিস্তিনের বিভিন্ন ভূখণ্ড দখল করে রেখেছে। এ নিয়ে ইসরায়েলকে কী ধরনের আইনি পরিণতির সম্মুখীন হতে হবে-সেই বিষয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইজিসে) মতামত জানতে জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করে। এ প্রস্তাবের পক্ষে বাংলাদেশসহ বিশ্বের ৮৭টি দেশ ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দেয় ২৬টি দেশ এবং এতে ভোট দেওয়া থেকে বিরত ছিল ৫৩টি দেশ।

সর্বোচ্চ ভোট পাওয়ায় জাতিসংঘে এই প্রস্তাব পাস হয়েছে। এ প্রস্তাব পাস হওয়াকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন সেইসঙ্গে এটিকে নিজেদের বিজয় হিসেবেও উল্লেখ করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ‌‘এর মাধ্যমে ইসরায়েলের অপরাধ উন্মোচিত হবে।’ তবে আইসিজে যে মতামত দেবে, গুরুত্বের বিচারে তা যথেষ্ট হলেও, সেটি বাস্তবায়নের ক্ষমতা তাদের নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App