×

সারাদেশ

মুজিবনগরে দিন ব্যাপি পিঠা উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২, ০৬:০১ পিএম

মুজিবনগরে দিন ব্যাপি পিঠা উৎসব

পিঠা উৎসবের স্টল পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। ছবি : ভোরের কাগজ

মেহেরপুরের মুজিবনগরে ইভোলিউশন অব দারিয়াপুরের আয়োজনে আধুনিক এই যান্ত্রিক যুগে বাঙালিদের হারিয়ে যাওয়া পিঠাপুলির ঐতিহ্য ধরে রাখা এবং বর্তমান প্রজন্মকে জানানোর উদ্দেশ্যে বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের পিঠা নিয়ে দিনব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় দারিয়াপুর ফুটবল খেলার মাঠে দিন ব্যাপি এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিন ব্যাপি এই উৎসবের উদ্বোধন করেন। উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম রবি। উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হাসান রাজীব। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ এটা উৎসবে অংশগ্রহণকারী স্টল গুলো ঘুরে দেখেন। এই উৎসবে বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী ডিম সুন্দরী, স্বরুপীঠা, গোলাপ পিঠা, নারিকেল পুরি, ফুলঝুরি, চুই পিঠা, মাস কলাই পিঠা, সরা পিঠা, ডিমের পানতোয়া পিঠা, দুধ লাউ, পাতা পিঠা, হৃদয় হরণ পিঠা, ছানার আম পিঠা, চন্দ্র পুলি, বিবি খানা পিঠা, জামাই পিঠা, নকঁশি পিঠা, মাছ পিঠা, ম্যাড়া পিঠা, ইলিশ পিঠা, মিষ্টি পুলি, ঝাল পিঠাসহ প্রায় ২০০’শ ধরনের পিঠা ১৪টি স্টলের মাধ্যমে উপস্থাপন করা হয়। ইভোলিউশন অব দারিয়াপুরের আয়োজকরা জানান, বাঙালির হারিয়ে যাওয়া পিঠাপুলির সেই ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে তাদের এই আয়োজন। নতুন প্রজন্মকে বাঙালির ঐতিহ্য বিভিন্ন পিঠাপুলি সম্পর্কে জানানোর জন্য প্রতিবছর তারা এই পিঠা উৎসবের আয়োজন করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App