×

খেলা

পেলের মৃত্যুতে শোকাহত টাইসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২, ০৬:১৮ পিএম

পেলের মৃত্যুতে শোকাহত টাইসন

ছবি: সংগৃহীত

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে কোলন ক্যানসারের চিকিৎসায় এক মাস হাসপাতালে কাটিয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পরলোকে পাড়ি জমিয়েছেন।

মার্কা জানিয়েছে, ইতিহাসের শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড়দের অন্যতম পেলেকে হারানোর শোকে কাতর লাখ লাখ ভক্তের মিছিলে যোগ দিয়েছেন বিশ্বের খ্যাতনামা বক্সার মাইক টাইসনও।

কিংবদন্তি বক্সার স্মৃতির রোমন্থন করে জানিয়েছেন, তিনি যখন ২১ বছর বয়সি ছিলেন তখন একজন দুর্দান্ত ক্রীড়াবিদ পেলের সঙ্গে দেখা করার স্বপ্ন পূরণ করেছিলেন।

তিনি বলেন, ‘আমি ২১ বছর বয়সি ছিলাম এবং মহানদের একজনের সঙ্গে দেখা করার স্বপ্নে বিভোর ছিলাম। পেলে একজন উষ্ণ দয়ালু মানুষ ছিলেন যার সম্পর্কে খারাপ কিছু বলার নেই। শান্তিতে বিশ্রাম নিন।’

সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে সাবেক এই বক্সার পেলেকে ফুটবলের সর্বকালের সেরাদের একজন হিসেবে প্রশংসা করেছেন।

পেলের সঙ্গে আরেক ঐতিহাসিক ক্রীড়াবিদ মোহাম্মদ আলি ক্লের নাম যোগ করে টাইসন আরও বলেন, ‘সেখানে আলি আছে পেলে, যেখানে তুমি পাড়ি জমিয়েছো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App