পাকিস্তান মার্কা দেশ চায় বিএনপি

আগের সংবাদ

মনোনয়ন ফরম জমা দিলেন মাহিয়া মাহি

পরের সংবাদ

শিক্ষামন্ত্রী

ব্রডব্যান্ডের আওতায় আসবে ৭০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২ , ৯:৪৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২২ , ৯:৪৮ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধার আওতায় আছেন অন্তত ১২ কোটি মানুষ। আগামী বছর ৭০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানেও এ পরিষেবা দেয়া হবে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দুই দিনব্যাপী চতুর্থ ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিইসিটিই) ২০২২ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে এক লাখ ১০ হাজার গ্রামীণ প্রতিষ্ঠান অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে এ সুবিধার আওতায় আসবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকর্ণ কুমার ঘোষ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন রুয়েটের ভাইস চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। সভাপতিত্ব করেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মণ্ডল।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়