রাজধানীতে ১১ দলের গণ মিছিল

আগের সংবাদ

জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে

পরের সংবাদ

নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২ , ৬:২৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২২ , ৬:৫১ অপরাহ্ণ

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৯ বছর।  হীরাবেন মোদির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) গুজরাট রাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৯ বছর বয়সে মারা গেছেন মোদির মা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

মায়ের মৃত্যু নিশ্চিত করে নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে স্থির। তিনি আরও বলেন, ‘একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিচ্ছে, মা আমি সর্বদা সেই ত্রিত্ব অনুভব করছি, যার মধ্যে একজন তপস্বীর যাত্রা রয়েছে নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক ও মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একটি জীবন।

কিছু প্রকল্প উদ্বোধন করতে পশ্চিমবঙ্গে রাজ্যে এসেছিলেন মোদি, মায়ের মৃত্যুর খবর পেয়ে গুজরাটে ছুটে যান। গত ৪ ডিসেম্বর গুজরাটে বিধানসভা নির্বাচনের সময় নিজ বাড়িতে মায়ের সঙ্গে শেষবার দেখা হয় প্রধানমন্ত্রী মোদির।

হীরাবেন মোদির ছোটভাইসহ পরিবারের সঙ্গে থাকতেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি মন্ত্রীরা একে একে শোক জানাচ্ছেন। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতাও শোক জানিয়েছেন।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়