×

মুক্তচিন্তা

ভূকৌশলগত কূটনীতিতে চীন ও সৌদি আরব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০১:১০ এএম

ভূকৌশলগত কূটনীতিতে চীন ও সৌদি আরব

আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে চীন নিজেদের অবস্থান আরো সুসংহত করার জন্য নতুন নতুন ভূরাজনৈতিক কৌশল অবলম্বন করছে। সম্প্রতি চীন সৌদি আরবের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে দুই দেশের মধ্যে জ্বালানি ও সরাসরি বিনিয়োগে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ ছাড়া দুদেশের নেতারা সৌদি ভিশন-২০৩০ এবং বেইজিং রোড এন্ড ইনিশিয়েটিভের লক্ষ্য অর্জনের ঐক্যেও একটি চুক্তি স্বাক্ষর করেছেন। আরব বিশ্বের নেতৃত্বদানকারী দেশগুলোর মধ্যে একটি হচ্ছে সৌদি আরব। তেলসমৃৃদ্ধ দেশ সৌদি আরব নিজেদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য অস্ত্র ক্রয় করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বর্তমানে চীন ও সৌদি আরবের মধ্যকার চুক্তি স্বাক্ষরের ফলে অস্বস্তিতে পড়ে যুক্তরাষ্ট্র। বেশিরভাগ উন্নয়শীল আরব দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের রয়েছে বিশেষ সম্পর্ক। যার ফলে অন্য পারমাণবিক শক্তিনির্ভর দেশ যেমন রাশিয়া, চীনের প্রভাব বেশ কম যুক্তরাষ্ট্রের তুলনায়। সেজন্য চীন তাদের সামরিক ক্ষমতা বৈশ্বি^কব্যাপী বিস্তৃত করার লক্ষ্যে বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চলে নিজেদের সক্রিয় করার জন্য সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে জোর দেয় বেইজিং তথা শি জিন পিং সরকার। চীন ও সৌদি আরব দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা ছাড়াও আরব দেশগুলোর সঙ্গে ভিন্ন সম্মেলন এবং গালফ কো-অপারেশন কাউন্সিলে (জিসিসি) যোগদানের উদ্দেশ্যে প্রেসিডেন্ট শি জিন পিং গত ৭ থেকে ৯ ডিসেম্বর সৌদি আরব সফর করেন। তার এই সফরে দেশ দুটির মধ্যে জ্বালানি, তথ্যপ্রযুক্তি, পরিবহন, চিকিৎসা, আবাসন খাতসহ বিভিন্ন খাতে ২৯.৬ বিলিয়ন ডলারের মোট ৩৪টি বিনিয়োগ ও বাণিজ্য চুক্তি সই হয়েছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী যে জ্বালানি তেলের ঘাটতি সৃষ্টি হয়েছে। যার প্রভাব বিশ্বের সিংহভাগ দেশ অবলোকন করেছে। এর পরিপ্রেক্ষিতে চীন পশ্চিমা জোট তথা যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে কমদামে জ্বালানি তেল সরবরাহ করে আসছে রাশিয়া থেকে। কিন্তু বর্তমান পরিস্থিতি ও সৌদি আরবের সঙ্গে সন্তোষজনক সম্পর্কের ফলে চীন জ্বালানি তেল সরবরাহ করতে পারবে সৌদি আরবের কাছ থেকে। তাছাড়া বছরখানেক ধরে সৌদি আরবের প্রথাগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে আরো উন্নত করতে চীন সহায়তা দিয়ে আসছে, তাদের ড্রোন ব্যবস্থাকে আরো আধুনিকীকরণসহ অস্ত্র সমৃদ্ধিকরণ কর্মসূচি ব্যাপকভাবে চীন কর্তৃক সহায়তাপুষ্ট হয়ে আসছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা পাচ্ছিল না। এই সফরের ফলে তা আরো বৃদ্ধি পাবে এবং এতে সৌদি আরবও নিজেদের সামরিক খাতকে আরো সমৃৃদ্ধ করবে। চীন বিশ্ব রাজনীতিতে নিজেদের পরিসীমা বৃৃদ্ধি করতে চাইছে। যদি চীন ও সৌদি আরবের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরো গভীর হয় তবে এতে পূর্ণাঙ্গভাবে লাভবান হবে চীন। এমনকি ভবিষ্যতে চীন হয়তো দক্ষিণ এশিয়ার মতো মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করবে। তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কৌশলগত নতুন মেরুকরণের সম্মুখীন হয়েছেন বিশ্বরাজনীতির হর্তাকর্তারা। যা চলমান থাকবে নতুন কোনো উত্তেজনা কিংবা মহড়ায়।

শাহ মুনতাসির হোসেন মিহান : শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App