×

জাতীয়

বিমান সেবার আধুনিকায়নে মোবাইল অ্যাপ ও লয়্যালটি ক্লাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ১০:১৬ পিএম

বিমান সেবার আধুনিকায়নে মোবাইল অ্যাপ ও লয়্যালটি ক্লাব

ফাইল ছবি

বিমান সেবার আধুনিকায়নে নতুন আঙ্গিকে চালু করা হচ্ছে মোবাইল অ্যাপ ও লয়্যালটি ক্লাব। আগামী ৪ জানুয়ারি ২০২৩ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যাত্রীসেবার আধুনিকায়নে মোবাইল অ্যাপ ও লয়্যালটি ক্লাবের উদ্বোধন করা হবে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাপের মাধ্যমে বিমানের যাত্রীরা টিকিট কেনার পাশাপাশি ফ্লাইট সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য পাবেন। বিশেষ করে ফ্লাইট স্ট্যাটাস, শিডিউল ইত্যাদি খুব সহজেই জানতে পারবেন। এছাড়া লয়্যালটি ক্লাবের সদস্যরা নানাবিধ সুবিধা পাবেন। গুগল প্লে-স্টোর অথবা অ্যাপল অ্যাপ-স্টোর থেকে যেকোনো স্মার্টফোনে ইরসধহ নামের অ্যাপটি ডাউনলোড করে যাত্রীরা নিজেই সব গন্তব্যের টিকিট কিনতে পারবেন। সে ক্ষেত্রে বিকাশ, রকেট অথবা ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্সের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করা যাবে।

উল্লেখ্য, নতুন (ইরসধহ) অ্যাপ ব্যতীত বর্তমানে বিমানের কোনো অ্যাপ প্রচলিত নয়। তাই বিমানের নামে প্রচলিত অন্যান্য অ্যাপের বিষয়ে বিমান কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App