×

জাতীয়

ঢাবিতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ১২:০০ পিএম

ঢাবিতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

ছবি: ভোরের কাগজ

ঢাবিতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

দেশে প্রথমবারের মতো স্বপ্নের বাহন মেট্রোরেল চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা বের করেছে। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের হল শাখাসহ মহানগরের বিভিন্ন ইউনিট।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এতে উপস্থিত রয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ মনে করে, কাঙ্ক্ষিত মেট্রোরেলের যাত্রা নগরীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনবে, মানুষের মূল্যবান সময় সাশ্রয় হবে, জ্বালানি তেল ও গ্যাসের ব্যবহার কমে যাওয়ায় পরিবেশ দূষণ হ্রাস পাবে, শিক্ষার্থীরা সহজ ও সুলভে যাতায়াত করতে পারবে, যাতায়াতে সময় কম ব্যয় হওয়ায় তরুণরা পড়াশুনা খেলাধূলা-সাহিত্যচর্চা ও সৃষ্টিশীল কর্মকাণ্ড পরিচালনায় অধিক সময় পাবে, মানসিকভাবে উৎফুল্ল থাকবে। মেট্রোরেল চালু করে শেখ হাসিনা সমৃদ্ধি ও সম্ভাবনার যে দুয়ার খুলে দিয়েছেন, তাতে এদেশের ছাত্রসমাজ কৃতজ্ঞতা প্রকাশ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App