×

জাতীয়

প্রথম দিন মেট্রোরেলের যাত্রী ৩৮৫৭ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০৬:৫৬ পিএম

প্রথম দিন মেট্রোরেলের যাত্রী ৩৮৫৭ জন

ছবি : ভোরের কাগজ

প্রথম দিন মেট্রোরেলের যাত্রী ৩৮৫৭ জন
প্রথম দিন মেট্রোরেলের যাত্রী ৩৮৫৭ জন

ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হওয়ার প্রথম দিনে প্রথম দিনে তিন হাজার ৮৫৭ জন যাত্রী এতে ভ্রমণ করেছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

তিনি বলেন, সকাল ৮টা থেকে ট্রেন চলার কথা থাকলেও ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন যাত্রীরা। এই যাত্রীদের কেউ ছিলেন অফিসগামী, কেউবা এসেছিলেন পরিবারসহ। আবার অনেকেরই লক্ষ্য ছিল শুধু মেট্রোরেলে ঘোরা। তবে সকাল থেকেই যাত্রীদের অভিযোগ ছিল স্টেশনে যাত্রীদের ঢোকাতে ধীরগতিতে কাজ করছে কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ বলছিল শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীদের পুরো ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত করাতে কিছুটা ধীরে কাজ করা হয়েছে।

এমএএন ছিদ্দিক বলেন, এসবের মাঝেও পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১২টার পর আর চলেনি মেট্রোরেল। ফলে মেট্রোরেলে চলার ইচ্ছা অপূর্ণ রেখেই শেষ পর্যন্ত স্টেশন ছাড়তে হয় হাজারো মানুষকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App