×

মুক্তচিন্তা

অতিথি পাখির যত্ন নিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০১:১২ এএম

অতিথি পাখির যত্ন নিন
পৃথিবীর নানা প্রান্ত থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আমাদের দেশে প্রতি বছর অসংখ্য অতিথি পাখি আসে। আমাদের এ অতিথি পাখিরা সাধারণত শীতকালে আসে। প্রাকৃতিক লীলা-বৈচিত্র্যের এ দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় অতিথি পাখিদের অবদান অনেক। অতিথি পাখিরা ওই সময়ে আমাদের দেশের সৌন্দর্য বৃদ্ধি করে। ঠিক একই সময়ে আগমন ঘটে পর্যটকদেরও। ফলে অতিথি পাখি সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। কিন্তু কতিপয় মানুষ নির্বিচারে অতিথি পাখি নিধন করে, যা অনৈতিক। অতিথি পাখিদের আমাদের অতিথির মতোই সাদরে গ্রহণ করা উচিত। তারা শুধু সৌন্দর্য বৃদ্ধি করতেই আসে না, নিয়ে আসে মৈত্রীর বার্তাও। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আমাদের অতিথি পাখি সংরক্ষণে সচেতন হতে হবে। দমন করতে হবে অতিথি পাখি শিকারিদের। পাখিরা আমাদের উপকারী বন্ধু। এরা ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে ফসল রক্ষা করে। ফুলে ফুলে পরাগরেণু ছড়িয়ে ফলভারে শাখা ভরে দেয়। বীজ ছড়িয়ে সৃজন করে অরণ্য। অতিথি পাখিদের যতœ নিতে হবে। আমাদের উচিত এমন পরোপকারী, অকৃত্রিম অতিথি পাখি বন্ধুদের আপন করে নেয়া। আহমাদ কাউসার : শিক্ষক, চান্দলা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App