মাহির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০৬:০৮ পিএম
ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহির আওয়ামী লীগের প্রার্থী হতে চাওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মাহিয়া মাহি দলীয় প্রার্থী হতে ফরম নিতে চান। চাঁপাইনবাবগঞ্জে প্রার্থী হতে চান। তার বাড়ি সেখানে। প্রধানমন্ত্রী বলেছেন মাহির পরিবার তো আওয়ামী লীগের পরিবার। তিনিও আওয়ামী লীগ করেন। ঠিক আছে ফরম সংগ্রহ করুক।
মাহি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রার্থী হচ্ছেন কি না, বলতে পারব না। তাকে ফরম কেনার অধিকার দেয়া হচ্ছে।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর ভরাডুরির বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে ওবায়দুল কাদের বলেন, আসল খেলা হবে সাধারণ নির্বাচনে। এগুলো কি খেলা? এগুলো তো স্থানীয় সরকার।
মেট্রোরেলের ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, এখন তো রিকশায় উঠলেই ভাড়া ২০ টাকা। এ ছাড়া এই মেট্রোরেল অনেক আধুনিক এবং আলাদা।