ব্যয় বাড়াতে কাজে বিলম্ব করা হয়: পররাষ্ট্রমন্ত্রী

আগের সংবাদ

গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির বৈঠক

পরের সংবাদ

পলাশবাড়ী ইউনিয়নে নৌকার জয়

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২ , ৮:৪৭ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২২ , ৮:৪৭ অপরাহ্ণ

পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মুহাম্মদ রুহুল আমীন (নৌকা) ১৪ হাজার ১৫১ ভোট পেয়ে বে-সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী অহিদুল হক সরদার (আনারস) পেয়েছেন তিন হাজার ৭৭০ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী রানিং চেয়ারম্যান মোফাকখারুল ইসলাম ফারুক (মোটরসাইকেল) পেয়েছেন তিন হাজার ৩৭৩ ভোট।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলে। ভোট প্রদানের হার প্রায় ৬৮ শতাংশ।

এবারে ভোটার সংখ্যা ছিল ৩০ হাজার ৪২ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৫শ তিনজন ও ১৪ হাজার ৫শ ৩৯জন নারী।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়