×

সারাদেশ

শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০৯:০৯ পিএম

শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান

ছবি : ভোরের কাগজ

১৮ লাখ টাকা জরিমানা আদায়

শেরপুরের অবৈধ ৬ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী শ্রীবরদী উপজেলাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জনতা ব্রিকসকে ২ লাখ, ম‌নিরা ব্রিকসকে ৩ লাখ, ফা‌তেমা ব্রিকসকে ৩ লাখ, ইলিয়াস ব্রিকসকে ৭ লাখ এবং একতা ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, শেরপুর জেলায় চালু থাকা ৬১টি ইটভাটার মধ্যে ৫৮টিই চলছে অবৈধভাবে। সম্প্রতি উচ্চ আদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়। ওই নির্দেশ মোতাবেক অবৈধ ইটভাটার তালিকা করে তা বন্ধের কাজ শুরু করে জেলা পরিবেশ অধিদপ্তর।

অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App