×

জাতীয়

মেট্রোরেলে যা অবশ্যই মেনে চলতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০১:৩৭ পিএম

মেট্রোরেলে যা অবশ্যই মেনে চলতে হবে

ছবি: সংগৃহীত

উন্নত দেশে গণপরিবহন হিসেবে মেট্রোরেল বেশ জনপ্রিয় হলেও, আমাদের দেশে মাত্র যাত্রা শুরু হয়েছে। মেট্রোরেলে চড়তে যাত্রীদের জন্য বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যেগুলোর কিছু অবশ্যই মেনে চলতে হবে। আবার কিছু এড়িয়ে চলতে হবে। তা হলো:

প্রয়োজন হলে স্টেশন কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করতে হবে।

নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে সহায়তা করতে হবে।

সহযাত্রীকে প্রয়োজনে সহায়তা করতে হবে।

মনোযোগ দিয়ে ঘোষণা শুনতে হবে।

সবক্ষেত্রে ভদ্রতা ও সৌজন্য বজায় রাখতে হবে।

যা করা যাবে না

পোষা প্রাণী বহন করা যাবে না।

বিপজ্জনক বস্তু বহন করা যাবে না।

পানের পিক বা থুতু ফেলা যাবে না।

প্ল্যাটফর্মে ও ট্রেনে খাবার খাওয়া যাবে না।

ময়লা ফেলা যাবে না।

ফোনের স্পিকার ব্যবহার করা যাবে না।

ধূমপান করা যাবে না।

বৃহদাকার ও ভারি মালপত্র বহন করা যাবে না।

অস্ত্র বহন করা যাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App