×

জাতীয়

মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ১১:২৮ এএম

মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ছবি: ভোরের কাগজ

মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ছবি: ভোরের কাগজ

মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ছবি: ভোরের কাগজ

মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ছবি: ভোরের কাগজ

মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ছবি: ভোরের কাগজ

দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে ‘স্বপ্নের বাহন’ মেট্রোরেলের উদ্বোধন করেন। পরে লাল ফিতা কেটে নগরীর সবচেয়ে আধুনিক পরিবহন ব্যবস্থার প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন মেট্রোরেলের প্রথম যাত্রী। আর প্রথম চালক মরিয়ম আফিজা। [caption id="attachment_394233" align="alignnone" width="1390"] ছবি: ভোরের কাগজ[/caption] উদ্বোধন ঘোষণার পর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম অংশের ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথে মেট্রোরেল চলাচল শুরু হবে। মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন। এছাড়া উদ্বোধনকালে এরিয়াল ভিউ ও থিম সং পরিবেশন করা হয়। নিরাপত্তার কারণে আতশবাজির ব্যবস্থা রাখা হয়নি। [caption id="attachment_394228" align="alignnone" width="1403"] ছবি: ভোরের কাগজ[/caption] বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর পরিবারের ৯ সদস্যসহ রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথ সস্ত্রীক পাড়ি দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ ছাড়া প্রথম ট্রেনের নির্ধারিত যাত্রীরা হলেন- স্পিকার শিরিন শারমীন চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২৫ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী, ৩ জন উপমন্ত্রী, প্রধানমন্ত্রীর ৬ জন উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৯ জন সদস্য, ঢাকা মহানগরের ১২টি আসনের সংসদ সদস্য ও ঢাকার দুই সিটি মেয়র। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ১৪ সদস্যকে প্রথম যাত্রায় মেট্রোরেলে চড়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদ, মান্নান খান, রমেশ চন্দ্র সেনসহ ২২০ জন। [caption id="attachment_394234" align="alignnone" width="1414"] ছবি: ভোরের কাগজ[/caption] জানা গেছে, উদ্বোধনের পর রুটের মধ্যবর্তী স্টেশনে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলবে। এতে দেশের যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্তে প্রবেশ করল বাংলাদেশ। তবে পরের দিন (বৃহস্পতিবার) থেকে যাত্রীরা ট্রেনে যাতায়াত করতে পারবেন। [caption id="attachment_394229" align="alignnone" width="1392"] ছবি: ভোরের কাগজ[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App