ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু

আগের সংবাদ

অভিনেত্রী ইশা আলিয়াকে প্রকাশ্যে হত্যা

পরের সংবাদ

হাসপাতালে নরেন্দ্র মোদির মা

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২ , ২:৫৩ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২২ , ২:৫৩ অপরাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন হীরাবেন। এরপর তাকে আহমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অব কার্ডিওলজি এন্ড রিসার্চ সেন্টার হাসপাতালে নেওয়া হয়।

বুধবার (২৮ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

আহমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অব কার্ডিওলজি এন্ড রিসার্চ সেন্টার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার অবস্থা স্থিতিশীল আছে।

এ বছরের জুন মাসে নিজের ৯৯তম জন্মদিন পালন করেন হীরাবেন মোদি। সে সময় মায়ের কাছে গিয়েছিলেন নরেন্দ্র মোদি।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়