×

জাতীয়

সাগরে ডুবে ১৮০ রোহিঙ্গার মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০২:৫১ পিএম

সাগরে ডুবে ১৮০ রোহিঙ্গার মৃত্যু

ছবি: প্রতীকী

কক্সবাজার থেকে মালয়েশিয়াগামী নৌকায় চড়া সেই ১৮০ রোহিঙ্গা মৃত্যুবরণ করেছেন। এখনও বহুজন নিখোঁজ। তাদের সন্ধানে তল্লাশি চলছে। এ নিয়ে যথারীতি উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এক প্রতিবেদনে এই দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, গত ২ ডিসেম্বর পাড়ি দিয়েছিল নৌকাটি। কিন্তু ৮ ডিসেম্বরের পর থেকে সেই নৌকার যাত্রীদের সঙ্গে আর কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রায় কয়েক সপ্তাহ ধরেই নৌকাটি নিখোঁজ ছিল। জাতিসংঘও এই ধরনের কোনো দুর্ঘটনার আশঙ্কা করেছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্য হলো। পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন রোহিঙ্গা শরণার্থীরা। অন্তত, ১৮০ জন রোহিঙ্গা শরণার্থী মারা গেছেন।

প্রতিবেদেন আরও বলা হয়, নৌকাটিতে ধারণক্ষমতার চেয়েও অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়েছিল। যার কারণে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি গিয়ে নৌকাটি ডুবে যায়। শ্রীলঙ্কা উপকূলের মৎস্যজীবীরা নৌকাডুবির কথা জানতে পেরে উপকূলরক্ষীদের খবর দেন। তারা গিয়ে উদ্ধারকাজ চালান। ততক্ষণে অবশ্য সমুদ্রে ১৮০ জন শরণার্থী ডুবে গিয়েছেন। নৌকাটির আর কোনো যাত্রীই বেঁচে নেই বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App