×

সারাদেশ

রংপুরে ভোট উৎসব আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৮:৪৪ এএম

রংপুরে ভোট উৎসব আজ

ছবি: সংগৃহীত

ভুয়া প্রিসাইডিং কর্মকর্তা আটক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি
অপেক্ষার প্রহর শেষ। রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোট উৎসব আজ। ভোটারদের মাঝে এখন উৎসবের আমেজ। এই উৎসবের মধ্য দিয়েই রংপুরবাসী তাদের নতুন মেয়রকে বেছে নেবেন। পাশাপাশি নগরীর ৩২টি ওয়ার্ডের ৩২ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের ১১ জন নারী কাউন্সিলরকেও নির্বাচিত করবেন। বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে আলাপ করে আজকের নির্বাচনে দ্বিমুখী লড়াইয়ের আভাস পাওয়া গেছে। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা ও আওয়ামী লীগের এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়ার মধ্যে লড়াই হবে। এবারের সিটি করর্পোরেশন নির্বাচনে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এর মধ্যে ৩২ হাজার ৪৭৫ জন নতুন ভোটার এবার সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেবেন। নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার রংপুরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নগরীর ৩৩টি ওয়ার্ডের ২২৯ ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে মেয়র পদে ৯ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এ জন্য রংপুরে ৩ হাজারের বেশি ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে আসা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এদিকে, নির্বাচন ঘিরে রংপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম সোমবার দুপুরে রংপুর পুলিশ লাইন্স মাঠে নির্বাচন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, নির্বাচনে ৬ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তাসহ দুজন কনস্টেবল, দুজন অস্ত্রধারী আনসার, ১০জন আনসার-ভিডিপি সদস্যসহ মোট ১৫ জনকে মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তাসহ ৩ জন কনস্টেবল, ২ জন অস্ত্রধারী আনসার ও ১০ জন আনসার-ভিডিপির সদস্যসহ মোট ১৬ জনকে মোতায়েন করা হবে। নগরীর ৩৩টি ওয়ার্ডে ১১ প্লাটুন বিজিবি, ১৭টি র‌্যাবের টিম, পুলিশ, এপিবিএন ব্যাটালিয়ন ও আনসারের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডে একটি করে মোবাইল ফোর্স, ১১টি স্ট্রাইকিং ফোর্স ও ৬টি রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। নির্বাচনে শান্তিশৃঙ্খলা রক্ষায় নগরীর ৩৩টি ওয়ার্ডের জন্য ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে নিয়োজিত থাকবেন। পুলিশ কমিশনার বলেন, রংপুর সিটিতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন হবে মডেল নির্বাচন। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে নিরপেক্ষভাবে সার্ভিস রুল মেনে দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে। কেউ এর ব্যতিক্রম ঘটালে তার দায়ভার প্রতিষ্ঠান নেবে না। এর আগে সকালে রংপুর পুলিশ লাইন্স স্কুল মাঠ থেকে প্রতিটি ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ইভিএমসহ নির্বাচনি সরঞ্জাম তুলে দেয়া হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নগরীর ২২৯টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে। ভোটারদের সচেতন করতে এরই মধ্যে মক ভোটিং কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ঢাকা থেকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচন সামনে রেখে নিরাপত্তার অংশ হিসেবে রংপুর শহরের যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। কোনো ধরনের ভারি যানবাহন শহরের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আজ নির্বাচনের দিন নির্বাচন কমিশনের স্টিকার ছাড়া গাড়ি ও মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নগরীর প্রতিটি রাস্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। নগরীর কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে সেখানে ভোটগ্রহণের জন্য বুথ তৈরি করা হচ্ছে। ভোটারদের সারিবদ্ধভাবে দাঁড়াতে বাঁশ বেঁধে দেয়ার কাজ চলছে। প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এসব কাজের তদারকি করছেন। গত রবিবার মধ্যরাতে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। গতকাল (সোমবার) কোথাও কোনো ধরনের প্রচার-প্রচারণার দৃশ্য চোখে পড়েনি। বিকাল পর্যন্ত প্রধান দুই দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মেয়র প্রার্থীরা নিজ নিজ বাসায় অবস্থান করেন। তারা প্রত্যেকেই জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা আজ মঙ্গলবার সকাল ৯টায় আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া সকালে লায়ন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে। ২০৫ দশমিক ৭ বর্গকিলোমিটার এলাকার ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠিত। ২২৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৪ হাজার ২৭৬ জন নির্বাচনী কর্মকর্তাকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল), আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা), আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন (হাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা), জাসদের শফিয়ার রহমান (মশাল), জাকের পার্টির খোরশেদ আলাম (গোলাপ ফুল), বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান (ডাব), খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল (দেয়াল ঘড়ি) ও স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি (হরিণ) প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভুয়া প্রিসাইডিং কর্মকর্তা আটক : নগরীর ৩৩নং ওয়ার্ডের মন্দিরা এলাকা থেকে গতকাল সোমবার বিকালে লাল্টু ইসলাম রানা নামে এক ভুয়া প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ‘নির্বাচন প্রিসাইডিং কর্মকর্তা’ নামে আইডি কার্ড, নির্বাচন কমিশনের মনোগ্রামযুক্ত প্যাডের পাতা ও সিল উদ্ধার করা হয়। রানা নিজেকে ঝিনাইদহ সদর উপজেলার এনতাজ জোয়ার্দারের ছেলে বলে জানিয়েছেন। স্থানীয়রা জানান, বেলা ৩টার দিকে রানা ওই এলাকায় গিয়ে কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদকে নির্বাচনে জয়ী করার কথা বলে টাকা দাবি করেন। এতে সন্দেহ হলে সুলতান বিষয়টি তাৎক্ষণিক মাহিগঞ্জ থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এক কাউন্সিলর প্রার্থীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে লাল্টু ইসলাম রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি নিজেকে প্রিজাইডিং কর্মকর্তা পরিচয় দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদসহ বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App