×

জাতীয়

আগামী বছরের এসএসসি এপ্রিলে, এইচএসসি জুনে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১০:০২ পিএম

আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা হবে এপ্রিলের শেষ দিকে। আর জুন মাসের শেষদিকে হতে পারে এইচএসসি পরীক্ষা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, এপ্রিলের শেষদিকে আগামী বছরের এসএসসি পরীক্ষা হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মাঝে দুই মাসের ব্যবধান থাকে। সে হিসেবে এসএসসির দুই মাস পর এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এবার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হবে।

জানা গেছে, ২০২৩ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সব বিষয়ে হবে। প্রতি বিষয়ে সময় বরাদ্দ থাকবে তিন ঘণ্টা। আর এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষা হবে ৫০ নম্বরের। আর অন্য প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এ জন্য তিন ঘণ্টা সময় পাবে পরীক্ষার্থীরা। আর এইচএসসিতেও প্রতি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় বরাদ্দ থাকবে তিন ঘণ্টা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App