নানা আয়োজনে সৈয়দ শামসুল হকের জন্মদিন উদযাপন

আগের সংবাদ

তুনিশার আত্মহত্যা: ‘পরকীয়া করতেন শেজান’

পরের সংবাদ

সংসদ সদস্য হতে চান মাহিয়া মাহি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২ , ৯:১১ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২২ , ৯:১১ অপরাহ্ণ

সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। কিছুদিনের মধ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে যাচ্ছেন বলে খবর এসেছে।

সূত্র জানিয়েছে, আগামী ২৯ ডিসেম্বর বিকেল তিনটায় ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের জন্য মনোনয়ন কিনবেন মাহিয়া মাহি। মনোনয়ন কেনা প্রসঙ্গে তিনি বলেন, শুরুতে চেয়েছিলাম আমার স্বামী রাকিব সরকার ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোক। কিন্তু সে যেহেতু সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে না, তাই আমি এতে অংশ নিতে চাইছি।

কিছুদিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তিনি।

মাহিয়া মাহির স্বামী রাকিব সরকারও রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্যও তিনি। মূলত স্বামীর মাধ্যমে রাজনীতির ময়দানে পা রেখেছেন ঢালিউডের এই অভিনেত্রী।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়