বাবা হারালেন চঞ্চল চৌধুরী

আগের সংবাদ

৪ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় পার্টির

পরের সংবাদ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

ডলারের বদলে রুপি ব্যবহার করতে চায় ভারত

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২ , ১০:৪৮ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২২ , ১০:৪৮ অপরাহ্ণ

ডলারের বদলে ভারত রুপি (নিজস্ব মুদ্রা) ব্যবহার করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ভারত সফর শেষে দেশে ফিরে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, এই সফরে বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ফোরামে পারস্পরিক সহযোগিতা এবং শুল্ক বা অশুল্ক বাধা অপসারণের মাধ্যমে বাণিজ্য সহজীকরণ, ভারত থেকে উচ্চ ফলনশীল রাবার ক্লোন আমদানি, ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদী ভিসার বিষয়ে আলোচনা হয়েছে।

টিপু মুনশি বলেন, ভারত এসব বিষয়ে বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিনিময় মাধ্যম হিসেবে ডলারের পরিবর্তে ভারতীয় রুপি ব্যবহারের বিষয়ে ভারত প্রস্তাব দিয়েছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়