×

সারাদেশ

গাজীপুরে পোশাক কারখানায় হামলা, মেশিনপত্র লুটের অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ০৭:১৫ পিএম

গাজীপুরে পোশাক কারখানায় হামলা, মেশিনপত্র লুটের অভিযোগ

ছবি: সংগৃহীত

গাজীপুরের মোগরখাল এলাকায় নীট সিটি লিমিটেড নামে একটি পোশাক কারখানায় হামলা ও মেশিনপত্র লুটের অভিযোগ উঠেছে। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

কারখানা কর্তৃপক্ষ জানায়, বিকেলে ২০-৩০ জন দুর্বৃত্ত কারখানায় এসে হানা দেয়। এসময় কারখানার তৃতীয় তলায় গিয়ে মেশিন পত্র খুলে নেয়ার চেষ্টা করে তারা। একপর্যায়ে পুলিশে খবর দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা কারখানাস্থল ত্যাগ করে। এই পরিস্থিতিতে বন্ধ রয়েছে কারখানার উৎপাদন।

মালিক পক্ষের অভিযোগ, ওই ভবনটি ভাড়া নিয়ে ১৫-১৬ কোটি টাকা বিনিয়োগ করার পর ভবনটির মালিকপক্ষ নানাভাবে উৎপাদন কার্যক্রমে ব্যাঘাত ঘটিয়ে ক্ষতির মুখে ফেলে। এসব নিয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হন তারা। সম্প্রতি আদালতের নির্দেশ অমান্য করে ভবনটির মালিকপক্ষ কারখানার শ্রমিক কর্মচারীদের উপর হামলা করে, হুমকি দিয়ে উৎপাদন কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে। সর্বশেষ কয়েকদিন আগে কারখানার মূল ফটকে উঁচু করে কয়েক ট্রাক বালু ফেলে কারখানার শ্রমিক কর্মচারীদের আসা যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাদের অপতৎপরতায় কয়েক কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে।

ভবন মালিক জাহাঙ্গীর আলম বলেন, নিজেদের ভবনটি যে প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়েছি তারা বছরের পর বছর ধরে ভাড়া দিচ্ছে না। ভবনের ভাড়া আদায় করতে গিয়ে ব্যর্থ হয়েছি। এজন্য আজ কারখানায় মেশিনপত্র সরিয়ে তালা দিতে গেছিলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App